Dhaka, Tuesday | 18 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 18 November 2025 | English
এবারের নির্বাচন দেশ রক্ষার: প্রধান উপদেষ্টা
ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গণ সিজদাহ্
‘কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগে হাসিনা
শিরোনাম:

বিএনপি জনগণের দল,জনগণের ভোটেই রাষ্ট্রক্ষমতায় যাবে

প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:২২ এএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন,গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াই এবং জনগণের প্রতি অগাধ আস্থার জায়গা থেকেই বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (ধর্মপাশা,মধ্যনগর,তাহিরপুর ও জামালগঞ্জ)আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। তিনি বলেন,“বিএনপি জনগণের দল। জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তির ওপর ভর করেই বিএনপি ইনশাল্লাহ আবার রাষ্ট্রক্ষমতায় যাবে।”

সোমবার(১৭ নভেম্বর)মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন,“আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দু'একটি দল নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা জানে—সৎভাবে ভোটের ময়দানে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই নির্বাচনের পরিবেশ নষ্ট করতে তারা অপচেষ্টা চালাচ্ছে।কিন্তু জনগণের শক্তি ও সচেতনতার কাছে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”

তিনি বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কোনো রাজনৈতিক শ্লোগান নয়,বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একটি বাস্তবসম্মত রোডম্যাপ।এই রোডম্যাপে জীবন ও সম্পদের নিরাপত্তা,মানসম্মত শিক্ষা,বেকার যুবকদের কর্মসংস্থান,নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং হাওরাঞ্চলের টেকসই উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে হাওরবাসীর দীর্ঘ দিনের দুর্দশার অবসান ঘটানো হবে।”

তিনি আরও বলেন,“দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী।নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো দেশের উন্নয়ন পূর্ণতা পায় না। বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষা,কর্মসংস্থান, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।হাওরাঞ্চলের নারীদের জন্য বিশেষ অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে। কৃষিকাজ,ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও বিভিন্ন উৎপাদনমুখী কাজে নারীদের অংশগ্রহণ বাড়ানো হবে।”

এসময় তিনি নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

হাওরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে আনিসুল হক বলেন,“বছরের অর্ধেক সময় পানির নিচে থাকা এই অঞ্চলের মানুষের জন্য কার্যকর উন্নয়ন পরিকল্পনা নেই বললেই চলে।অথচ কৃষি,মৎস্য ও পর্যটনের অপরিসীম সম্ভাবনা রয়েছে এ এলাকায়।হাওরবাসীর কষ্ট, দুর্ভোগ,যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার অভাব—এসব পরিবর্তনের জন্যই বিএনপির রাজনীতি।আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে হাওরের কৃষি উন্নয়ন,আধুনিক সেচ ব্যবস্থা,মাছ চাষের সম্প্রসারণ এবং টেকসই পর্যটন খাত গড়ে তুলতে বিশেষ মেগা প্রকল্প গ্রহণ করা হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শাহেবুর আলম। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ইনামুল গণি তালুকদার রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক মো.আবে হায়াৎ,যুগ্ম-আহবায়ক মো.আব্দুল কাইয়ুম মজনু,মো.আবুল বাশার ও মোশাহিদ তালুকদার। 

এসময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় হাজারো মানুষের উপস্থিতিতে পথসভাটি জনসমাবেশে পরিণত হয়।আশ-পাশের পুরো এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝