ময়মনসিংহের গৌরীপুর উপজেলা জিয়া পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক মো. সাজ্জাতুল ইসলাম সাজ্জাতকে সভাপতি ও এ্যাডভোকেট মো. নুর হাদীকে সাধারণ সম্পাদক করে জিয়া পরিষদ গৌরীপুর উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে নব গঠিত কমটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. নুর হাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার রাতে ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন করেন। এতে আগামী তিন মাসের মধ্যে পুর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. মকবুল হোসেন, কাজী নাজমুল হক, মো. একদিল মিয়া, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. নূর হাদী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক উজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান মজনু, কোষাধ্যক্ষ আব্দুল কদ্দুস, দপ্তর সম্পাদক মো. গোলাম গৌজ খান, প্রচার সম্পাদক সেলিম আহম্মদ।
নবগঠিত কমিটির সভাপতি মো. সাজ্জাতুল ইসলাম বলেন, আমাকে গৌরীপুর উপজেলা জিয়া পরিষদের কমিটিতে সভাপতি নির্বাচিত করায় প্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জিয়ার আদর্শকে সমুন্নত রেখে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে এলাকার জনগণের পাশে থেকে সকল পেশাজীবিদের নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।
এফপি/এমআই