বিএনপির আন্দোলন-সংগ্রামের বিশ্বস্ত সারথী হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) দুপুর ১২ টায় উপজেলার চাতরী কর্ণফুলী টানেল চত্বর থেকে দলীয় পতাকা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে এ বর্ণাঢ্য র্যালী বের হয়।
আনোয়ারা সরকারি কলেজ ও বটতলী শাহ মোছেন আউলিয়া ডিগ্রী কলেজের যৌথ আয়োজনে র্যালীটি টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমহনী বাজারের উত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, শহীদুল ইসলাম সায়েম, উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, নুর মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সোহেল, মোহাম্ম্দ হান্নান, মো. রাশেদ, অনিক, সাহেদ, জুয়েল, রাশেদুল বাশার, রোকন, রিয়াজ, ফখরুউদ্দিন, নোমান, খোরশেদ,আশিক, শহিদ, হৃদয়, মনসুর, আলফাজ, রায়হান, শাহেদ, আজগর, রিহাজ, নিশান, মুজিব, ফাহিম, তারেক, আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, শফিউল আলম চৌধুরী, ইমরান হোসেন, মাহিম, রাহাত, ফাহিম, রাকিব, তারেক, তৌহিদ, ওয়াকিয়া, জান্নাতুল বটতলী কলেজ ছাত্রদল মোহাম্মদ তারেক, মিনহাজ রাকিব, আশিক, ফোরকান, আরফাত, নঈম প্রমুখ।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ১৯৭৯ সালের ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয় ও চব্বিশে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।
এফপি/এমআই