Dhaka, Tuesday | 18 March 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 18 March 2025 | English
বাইডেনের সমালোচনা করে তুলসী বললেন, মোদি-ট্রাম্প অনেক ভালো বন্ধু
পুতিনের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন ট্রাম্প
ধর্ষণকে ‘নির্যাতন’ বলায় সমালোচনা, ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ স্থগিত
শিরোনাম:

বাইডেনের সমালোচনা করে তুলসী বললেন, মোদি-ট্রাম্প অনেক ভালো বন্ধু

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩:২২ পিএম  (ভিজিটর : ১৩)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক ভালো বন্ধু বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দাপ্রধান (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

তুলসী গ্যাবার্ড বলেন, মোদি-ট্রাম্প যৌথ লক্ষ্যে মনোনিবেশ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদ পরাজিত করতে দৃঢ় অঙ্গীকার। ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক পুরনো সম্পর্ক উল্লেখ করে তুলসী বলেছেন, ট্রাম্পের দ্বিতীয় আমরা সেই অংশীদারিত্বের দৃঢ়তা অব্যাহতভাবে দেখতে পাচ্ছি এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থকে স্বীকৃতি দিচ্ছি।

এ ছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন গোয়ন্দাপ্রধান বলেছেন, ট্রাম্প এই যুদ্ধ স্পষ্ট চোখে দেখেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করবেন। তারা মঙ্গলবার কথা বলবেন। ট্রাম্পের অগ্রাধিকার হলো এই যুদ্ধের অবসান ঘটানো। তাই আলোচনা সবেমাত্র শুরু হয়েছে।

তুলসী গ্যাবার্ড এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন। তুলসী বলেন, এই যুদ্ধ বন্ধে তিনি কোনও চেষ্টাই করেননি। 

ইন্দো-প্যাসেফিক অঞ্চলে সফরের অংশ হিসেবে অন্যান্য দেশের পাশাপাশি তুলসী গতকাল রোববার ভারতের মাটিতে পা রাখেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বন্ধ করতে এবং গোয়েন্দা তথ্য শেয়ারের বিষয়টি শক্তিশালী করতে দিল্লিতে উচ্চ-স্তরের যে সম্মেলন হতে যাচ্ছে তাতে উপস্থিত থাকবেন তুলসী গ্যাবার্ড। এই সম্মেলনের সভাপতিত্ব করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ ছাড়া তুলসী ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

গত ১২ ফেব্রুয়ারি ডিএনআই'র পরিচালক হিসেবে শপথ নেন তুলসী। তার অধীনে রয়েছে দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থা। সেইসময় যুক্তরাষ্ট্রে তুলসী গ্যাবার্ডের সঙ্গে প্রথম বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে বিবিসি প্রতিবেদনে বলা হয়, তুলসীর সঙ্গে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির ‘নৈকট্য’ আছে। ২০১৫ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তুলসী গ্যাবার্ড। সেই সময় তার বিয়ে নিয়ে ভারতে বিস্তর আলোচনাও হয়েছিল। কারণ, বৈদিক রীতি অনুযায়ী হাওয়াইয়ে সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেছিলেন গ্যাবার্ড।

‘দ্য ক্যারাভান’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তরণজিৎ সান্ধু ও রাম মাধব।

সেই সময় রাম মাধব ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ছিলেন। এর আগে রাম মাধব ১০ বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলেছেন।

বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার হিসেবে দিয়েছিলেন।

বিয়ের কয়েক মাস আগে প্রথমবারের জন্য ভারত সফরে এসেছিলেন গ্যাবার্ড। তিন সপ্তাহব্যাপী এই সফরে তিনি প্রধানমন্ত্রী মোদি, তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রশংসা করতে শোনা গিয়েছিল তাকে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝