গত সপ্তাহের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক ভারত। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমনটাই অভিযোগ করেন।
তিনি বলেন, আমাদের বুঝতে হবে যে বেলুচিস্তানের ঘটা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের এবং এর আগে ঘটা অন্যান্য ঘটনায়, মূল পৃষ্ঠপোষকতাকারী পূর্ব দিকের প্রতিবেশী (ভারত)।
আহমেদ শরীফ ভারতীয় মূলধারার চ্যানেলগুলোর প্রচারিত মিডিয়া কভারেজের কথাও উল্লেখ করেন। এসব মিডিয়া হামলার জন্য দায়ী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) দেওয়া ভিডিওগুলো প্রচার করে, এসব ভিডিওকে তথ্যের উৎস হিসেবে দেখায়।
শুধু তাই নয় ভারতীয় মিডিয়াগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা পুরানো ঘটনার এডিটেড ছবিও ব্যবহার করেছে বলে অভিযোগ। পাকিস্তান সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, বেলুচিস্তানে এক ধরনের সন্ত্রাসী তৎপরতা চলছে। আরেক তৎপরতা চালাচ্ছে ভারতের গণমাধ্যম।
এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ব্রিফিংয়ে আহমেদ শরীফ বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে সামরিক অভিযানের কিছু বিবরণ উপস্থাপন করেন। ১১ মার্চ থেকে শুরু হওয়া ৩৬ ঘ্ণ্টার অচলাবস্থার পর ট্রেন থেকে শত শত যাত্রীকে মুক্তি দেওয়ার মাধ্যমে অভিযানের শেষ হয়।
তার মতে, মোট ৩৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ২৬ জন যাত্রী এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও বিচ্ছিন্নতাবাদীদের ৩৩ জন যোদ্ধা নিহত হন।
অপরদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খানও বলেছেন, ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। জাফর এক্সপ্রেসে হামলার সময় 'সন্ত্রাসীরা' আফগানিস্তানে তাদের হ্যান্ডলার এবং চক্রের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।
এফপি/এমআই