যশোরের ঝিকরগাছায় ফুল বাগান দেখাতে নেওয়ার কথা বলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। ৯৯৯-এ ফোন পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চার জনকে আটক করে।
আটককৃতরা হলেন, গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন, শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান। এদের মধ্যে বাপ্পী গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আরাফাত ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক।
ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ওসি বাবলুর রহমান খান। রাত ১১টায় রিপোর্ট লেখার সময় ঐ তরুণী ঝিকরগাছা থানা হেফাজতে ছিলেন। মেডিক্যাল পরীক্ষার জন্য রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে ওসি জানান।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম রানা বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নাই। অভিযুক্ত দুই জনকে বহিষ্কার করা হয়েছে।’
এফপি/এমআই