আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো যমুনা নদীর উপর নির্মিত রেল সেতু। সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ রেলওয়ে স্টেশনে নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২ টায় সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ রেলওয়ে স্টেশনে নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো যমুনা নদীর উপর নির্মিত রেল সেতু। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গের সাথে যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে করে দেশের নাগরিকদের সকল সুযোগ-সুবিধা আরো একধাপ এগিয়ে গেল। এর ফলে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সকল বিষয়ে লাভবান হবে দেশ। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশের সকল উন্নয়নের সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর করতে যারা রাত দিন ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদ্রুত H.E mr. SAIDA Shinichi এবং Mr. ITO Teruyuki, Director General, South Asia Development, JICA, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, যমুনা রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক মো. মাসুদুর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এফপি/এমআই