সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম’ কতৃক দশমিনা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক যোবায়ের হোসেনকে (আককাচ) সম্মননা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় বেগম রোকেয়া মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা সম্মননা-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠনে এ সম্মননা প্রদান করা হয় ।
উক্ত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠনে বিশিষ্ট কবি ও গীতিকার, উপদেষ্টা বাংলাদেশ সমাজ উন্নয়নের সভাপতি কবি খোশনূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিকদার মকবুল হক, বিচারপতি, বাংলাদেশ সপ্রীম কোর্ট। প্রধান বক্তা ছিলেন রেজাউদ্দিন স্টালিন, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব, শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলন মল্লিক, মহাসচিব, মানবধিকার জোটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এফপি/এমআই