লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট মো. তানজির আজাদ, জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) শিরিন সুলতানা, রামগতি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীম আরা বেগম, উপজেলা প্রশিক্ষক হাসান আহমেদসহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারী, সদস্য-সদস্যা ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে রামগতি উপজেলার ৫ জন ও সদর উপজেলার ৯টি সহ লক্ষ্মীপুরের মোট ১৪ জন তৃণমূল পর্যায়ের বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।
আনসার ও ভিডিপি সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় কুমিল্লা রেঞ্জের অধিনস্ত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। পূর্নবাসন কার্যক্রমের অংশ হিসেবে উক্ত চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ জন গৃহহীন সদস্যদের মাঝে ঘর মেরামত করে দেওয়ার জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যায় বীজতলা ক্ষতিপ্রাপ্ত ৫০০ জন অসহায় জনগণ ও আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে আমন ধানের চারা রোপন করে দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জন-সম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা বন্যা পরবর্তী পুর্নবাসন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জনগণের সেবার কাজ করছে। জনসেবামূলক কাজের অংশ হিসেবে আজকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে আরো গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হবে।
এফপি/এমআই