| শিরোনাম: |

নাটোরের লালপুরে সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩০টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। শুধু গত ১০ দিনেই ৯টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
চুরির ফলে সেচ কার্যক্রমে বিপর্যয় দেখা দিয়েছে, ফলে ফসল উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চোর চক্র পরিকল্পিতভাবে এসব ট্রান্সফরমার চুরি করছে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, পাহারা বসানোসহ নানা উদ্যোগ নিলেও চুরি রোধ করা যাচ্ছে না। ব্যক্তিমালিকানাধীন সেচ প্রকল্পের ট্রান্সফরমারগুলোই বেশি টার্গেট হচ্ছে বলে তাদের অভিযোগ। এতে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা।
তবে পল্লী বিদ্যুৎ সমিতি-২, লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম বলেন, “একটি সংঘবদ্ধ চক্র এসব চুরি করছে। গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।”
লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
স্থানীয়দের মতে, চুরি রোধে দ্রুত পদক্ষেপ না নিলে আসন্ন মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে কৃষি উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়বে।
এফপি/অ
নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
‘আমার লোক, তোমার লোক’ কালচার থেকে বিএনপি-জামায়াতকে বের হয়ে আসতে হবে: আসিফ নজরুল
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দর্শনার্থী পাসকার্ডের উদ্বোধন
এবার জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
আনসার-ভিডিপি জনগণের নিকটতম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে: মহাপরিচালক
খাগড়াছড়িতে আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা
আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৩ হাজারের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার
ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন