Dhaka, Wednesday | 29 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 29 October 2025 | English
টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস
৫০ লাখ টাকা পাচ্ছে নারী ফুটবল দল, হকি পাবে ২১ লাখ
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক
শিরোনাম:

জয়পুরহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় না ডাকার অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:২৩ পিএম  (ভিজিটর : ৫৮)

ঢাকার গুলশান অফিসে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছে আজ। ঐ মিটিংয়ে বিএনপির জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনের কয়েকজনকে ফোন করে ডাকা হলেও অনেক মাঠ পর্যায়ের ত্যাগী নেতা ও আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়নি বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানাগেছে, জয়পুরহাট-১ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এবং জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও সাবেক সচিব আঃ বারীকে ডাকা হয়েছে।

অপরদিকে বিএনপির বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখা এবং মামলা হামলার স্বীকার হওয়া পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জয়পুরহাট-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আঃ গফুর অভিযোগ করে বলেন, কোথাও একটা কনস্পেসী হচ্ছে। মাঠের নেতাদের বাদ দিয়ে মিটিং এ ডাকা হয়েছে  কাউকে কাউকে। তাকে কোন ফোন বা মেসেজে ডাকা হয়নি। কেন ডাকা হলনা এ বিষয়ে পরবর্তীতে কৈফিয়ত চাইবেন বলে জানান তিনি।

জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আব্বাস আলী অভিযোগ করেন ২৭তারিখের মিটিংয়ে তাকে সাংগঠনিকভাবে কোন মেসেজ দেয়া হয়নি। তিনি বলেন ছাত্র জীবন থেকে মাঠে সরকার বিরোধী মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করে আসছেন এবং নির্বাচন কে কেন্দ্র করে মাঠে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যবদ্ধ বিএনপির কথা বলে আসছেন। মনোনয়ন যাকে দিবে তার পক্ষেই কাজ করবেন অথচ কাউকে ডাকা হচ্ছে কাউকে ডাকা হচ্ছেনা এইটা সাংগঠনিকভাবে কেউ কেউ জড়িত। তিনি বলেন তাকে বাদ দিয়ে কোন মিটিং সফল হতে দেয়া হবেনা।

জয়পুরহাট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আরেকজন প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সি়আইপি) বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির মাঠে কাজ করে যাচ্ছেন এবং দলের প্রয়োজনে সবসময় পাশে থেকেছেন এবং স্থানীয় নেতা কর্মীদের মাঝে যোগাযোগ করে  যাচ্ছেন সেইসাথে বিএনপির ৩১দফা বাস্তবায়নের খবর তার এলাকার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তিনিও আগামী নির্বাচনে জয়পুরহাট-২ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষনা দিয়েছেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান  যেহেতু নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন সেজন্য তিনি সবার সাথে মিলেমিশে কাজ করতে চান। মনোনয়ন যাকেই দেয়া হোক তার পক্ষেই কাজ করবেন তবে আপাতত বিএনপির ঢাকার মিটিংয়ে তাকে ডাকা হয়নি। তিনি বলেন যারা মনোনয়ন চান সবাই কে ডেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো কিন্তু সেটা করা হচ্ছেনা। 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ জানান, তিনিও দীর্ঘদিন ধরে বিএনপির জন্য মাঠে কাজ করে আসছেন, তিনি মনোনয়ন প্রত্যাশী হলেও তাকে কোন মেসেজ দেয়া হয়নি তবে তিনি বলেন, গুলশান অফিসে তিনি যাবেন এবং বিষয়টি পরিষ্কার হবেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন জানান, জয়পুরহাট-১আসন থেকে ৩জন ও জয়পুরহাট-২ আসন থেকে ৩জনকে মিটিংয়ে ডাকা হয়েছে। তবে তিনি বলেন, এটি মনোনয়ন নিশ্চিতের কোন মিটিং না। সাক্ষাৎকারের পর মনোনয়ন নিশ্চিত হবে বলে জানান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝