| শিরোনাম: |

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সুনিল মার্ডী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার রাণীগঞ্জ নওরীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুনিল মার্ডী উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের নন্দনপুর (ওসমানপুর) এলাকার মৃত ময়েন মার্ডীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনিল মার্ডী সন্ধ্যার দিকে নওরীন ফিলিং স্টেশন সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চাল বোঝাই অবস্থায় থাকা একটি ট্রাক (নম্বর: পিরোজপুর-ট ১১-০৩৪৪) তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তার শরীরের বাম হাত ছিঁড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ট্রাকটি আটক করে রাখেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”
এফপি/অ
ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৫৫তম ম্যানেজমেন্ট ডে উদযাপন
‘সুন্দরবন অঞ্চলের শিশুদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে এস আলমের অভিযোগ
ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা