Dhaka, Saturday | 25 October 2025
         
English Edition
   
Epaper | Saturday | 25 October 2025 | English
প্রাণিদের মানবিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে: ফরিদা আখতার
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৬৫৯
আফগানদের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী
মেঘলা থাকতে পারে আজ ঢাকার আকাশ
শিরোনাম:

কেশবপুরের হরিহর নদীসহ ৬টি নদীর খনন কাজের উদ্ধোধন

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:২০ এএম  (ভিজিটর : ১৭)

শুক্রবার (২৪ অক্টোবর) যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলাসহ ৫টি উপজেলার মরনফাঁদ ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষে ১৪০ কোটি টাকা ব্যয়ে হরিহর, আপারভদ্রা, হরিতেলিগাতি, টেকা ও শ্রী নদীসহ ৬টি নদীর ৮১.৫০০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্ধোধন করা হয়েছে।


শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে যশোরের মরণ ফাঁদ ভবদহ সৃইচ গেটের পাশে ২৩ ভেন্ট এলাকায় আপার ভদ্রা নদীতে এসকেভেটর দিয়ে খনন কাজের উদ্ধোধন করেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। এ উপলক্ষে সূইচ গেটের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা সিদ্দিক সকলের সাথে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনা বাহিনীর লেঃ কর্নেল মাহামুদুর রশীদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আব্দুল মোমিন, প্রকল্প কর্মকর্তা মেজর গাজী নাজমুল হাসান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দীন দিপু প্রমুখ


বাংলাদেশ সেনা বাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাশন ব্রিগেটের অধিন ভবদহ অঞ্চলের ৬টি নদীর খনন কাজ করা হবে। এ লক্ষে গত ২২/০৯/২৫ তারিখে ঢাকার পানি ভবনে বাপাউবো ও বাংলাদেশ সেনা বহিনীর মধ্যে এক সমঝোতা স্মারক স্মাক্ষরিত হয়। পাউবোর পক্ষে খুলনার তত্ববধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক বিএম আব্দুল মোমিন ও সেনা বাহিনীর পক্ষে ইঞ্জিনিয়ার কনস্ট্রাগন ব্রিগেটের প্রকল্প পরিচালক লেঃ কর্নেল মামুনুর রশিদ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় পাউবোর মহাপরিচালক ও সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এফপি/

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝