| শিরোনাম: |

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষীপুরের ফারুকের পুত্র মো: সোহেল (২৫) ও চট্টগ্রামের ভূজপুরের জঙ্গল খৈয়ার আব্দুর রহমানের পুত্র মো: আবু বক্কর সিদ্দিক (১৪)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনার হঠাৎ বিকট একটি শব্দ শুনতে পান। দেখা যায় যে, মোটরসাইকেল একটি পড়ে রয়েছে আরেকটু সামনে দুটি দেহ রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে রাস্তায় পড়ে আছে। বডি এক জায়গায় মগজ আরেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এসময় চট্টগ্রামগামী এসি বাসটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে আসে। মরদেহ দুটি উদ্ধার করে দোহাজারি হাইওয়ে থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ মাহবুবুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। বিক্ষিপ্তভাবে পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে এবং নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে লাশ হস্তান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত বাইকটি থানা হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
এফপি/অআ
টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের সাথে নব নিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন
পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার
ফাঁসিয়াখালীখালীতে নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমেদ
মাগুরায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত