| শিরোনাম: |

খুলনায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৯ টার দিকে খুলনা সদর থানাধীন নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ গুলির ঘটনা ঘটে। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
আহত দু'যুবক হলেন, মনির হাওলাদার এবং হানিফ হাওলাদার।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে ১৫টি মোটরসাইকেলে ২০ জন দুর্বৃত্ত নিরালা ১৯ নং রোডের মনির ও হানিফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের দু'জনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তাদের ছোড়া গুলিতে হানিফের গলায় এবং মনিরের নিতম্বে বিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা বের হলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়।
জানতে চাইলে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মাদকের বিষয়কে কেন্দ্র করে এ গুলির ঘটনা। প্রতিপক্ষের গুলিতে তারা দু'জন আহত হয়। আহত মনিরের বিরুদ্ধে ২ টা মাদকের মামলা রয়েছে। তবে ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি।
এফপি/অআ
ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার: ইসি সচিব
মনসুর আলী মেডিক্যাল কলেজে পদ সৃষ্টি ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন
মৃত্যুর ১৫ মিনিট আগে ইলিশ মাছ কিনে রাখতে বলেছিলেন আজাদ
রাঙ্গামাটির বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে: ফরিদা আখতার
জুরাছড়ি সেনা জোন কর্তৃক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান