জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বালিজুড়ী বাজার। পাবলিক টয়লেট বা গণশৌচাগারের অভাবে চরম জনদুর্ভোগে পড়েছে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ। ওয়াশরুমের প্রয়োজন পড়লে মারাত্মক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন নারীরা।
জানা গেছে, মাদারগঞ্জ শহরের সবচেয়ে বড় বাজার ও প্রাণকেন্দ্র হওয়ায় সারা উপজেলার মানুষ তাদের প্রয়োজনে বালিজুড়ীতে আসেন। ফলে শৌচাগার সংকটে মহিলা, শিশু ও পথচারিদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে কেনাকাটা ও বিভিন্ন কাজে আসা মহিলাদের সঙ্গে থাকা শিশুদের মলমূত্র বিভিন্ন স্থানে ফেলানো হয়। এতে দুর্গন্ধের কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। অনেকে আবার বাধ্য হয়ে বাজারের গলি ও সড়কের পাশে মূত্র ত্যাগ করছেন। এর ফলে সৃষ্ট দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। এতে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে বাজারে দ্রুত স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনের দাবি জানান ব্যবসায়ী ও স্থানীয়রা।
বালিজুড়ী ব্যবসায়ী ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর বলেন, আমাদের মাদারগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বালিজুড়ী বাজার। দুঃখজনক বিষয় হচ্ছে এই বাজারে নেই কোন পাবলিক টয়লেট। এতে বাজারে আসা ক্রেতারা বিপাকে পড়ছে। বিশেষ করে নারীদের আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে। পৌর কর্তৃপক্ষের কাছে বাজারের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি হলো অতি দ্রুত যেন কয়েকটি পয়েন্ট পাবলিক টয়লেট নির্মাণ করা হয়।
মাদারগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, বালিজুড়ী বাজারে পাবলিক টয়লেট অতী প্রয়োজনীয়। তবে আমরা জায়গা না পাওয়ায় সেটি নির্মাণ করতে পারছি না। জায়গা পেলেই আমরা পাবলিক টয়লেট নির্মাণ করতে পারবো।
এফপি/এমআই