শিরোনাম: |
সারাদেশের ন্যায় মেহেরপুরেও টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হান্নানের সঞ্চালনায় সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-আজিজ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর উল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন এবং স্বাস্থ্য পরিদর্শক নুরুন্নাহার।
বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এ টিকাদান কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় মেহেরপুর জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১ লাখ ৬৭ হাজার শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে।
এফপি/অআ