শিরোনাম: |
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ স্বামী-স্ত্রী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার উত্তর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।আটককৃতরা হলেন ওই এলাকার খোকন ও তার স্ত্রী মোমেনা বেগম।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান চালায়। গোপন সংবাদদাতার তথ্যানুযায়ী ওই এলাকার খোকন ও তার স্ত্রী মোমেনা বেগম বসতবাড়িতে গিয়ে তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ ও মাদক বিক্রির ২১৮৭০ টাকা জব্দসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান রয়েছে।
এফপি/অআ