কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে একটি মৃত গন্ডার। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাণীটি মারা গিয়ে নদীর স্রোতে ভেসে এসেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদ চরে মৃত গন্ডারটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং কৌতূহলবশত আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ সেটি দেখতে ছুটে আসে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতের বনাঞ্চলে বন্যা দেখা দেয়। এতে পাহাড় ধস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় নদীর পানিতে গাছের খণ্ড, জীবিত ও মৃত গরু, সাপসহ বিভিন্ন প্রাণী ভেসে আসতে দেখা গেছে। প্রচুর মাছও ধরা পড়েছে। এরই ধারাবাহিকতায় মৃত গন্ডারটিও দুধকুমার নদে ভেসে আসে।
নদীপাড়ের বাসিন্দারা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা এবং উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “গন্ডারটি বড় ও ভারী হওয়ায় সেটিকে সরানো সম্ভব নয়। তাই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে গর্ত করে সেখানেই পুঁতে ফেলতে। এছাড়া জাদুঘরের প্রতিনিধিরা এর হাড়গোড় সংগ্রহ করবেন।”
যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা জানান, “গন্ডারটির দেহ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই মাসের মধ্যে পচন প্রক্রিয়া সম্পন্ন হলে এর হাড়গোড় সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণ করা হবে। এটি শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।”
এফপি/এমআই