শিরোনাম: |
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মধুটিলা রেঞ্জ অফিস কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ১৯ জন ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যক্তিকে মোট ৪ লক্ষ ২৩ হাজার টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমশ্চূড়া বিট অফিসার কাউসার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আনছারুল ইসলাম এবং প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।
স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যহাতির আক্রমণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহায়তা করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এফপি/অআ