Dhaka, Monday | 13 October 2025
         
English Edition
   
Epaper | Monday | 13 October 2025 | English
জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
চট্টগ্রামে সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
‘নির্বাচনে দায়িত্ব পালন করবেন জেন-জি প্রজন্মের আনসার সদস্যরা’
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর
শিরোনাম:

হিজাব পরে বিতর্কের মুখে দীপিকা

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১২:১৩ পিএম  (ভিজিটর : ৩৫)

হঠাভাইরাল হয়েছে দীপিকার ঐতিহ্যবাহী হিজাব ও আবায়া পরা ছবি, সঙ্গে কালো স্যুটে হাজির ছিলেন স্বামী রণবীর সিং। এমন পোশাকে এই জুটিকে দেখে অবাক হয়েছেন অনেকেই। তবে দীপিকার হিজাব ও আবায়া পরা ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ও কটাক্ষ। যদিও বিতর্কের মাঝেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরা, তারা শুধু সমর্থনই করেননি বরং নেতিবাচক মন্তব্যের জবাবও দিয়েছেন।


জানা গেছে, দীপিকা ও রণবীর ‘এক্সপেরিয়েন্স আবুধাবি’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আবুধাবি পর্যটনের প্রচারে এক বিজ্ঞাপনে তারা আবুধাবির সৌন্দর্য তুলে ধরেন, যেখানে দীপিকা এক পর্যায়ে ঐতিহ্যবাহী আবায়া পরে হাজির হন। ঐতিহ্যবাহী হিজাব ও আবায়া পরার কারণে কটাক্ষের শিকার হয়েছেন দিপীকা। তাকে ঘিরে শুরু হয়েছে ট্রলিং।


রণবীরের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, আবুধাবি পর্যটনের প্রচারের বিজ্ঞাপনে দীপিকা ধরা দিয়েছেন খয়েরি রঙের হিজাবে, নির্জন মরুভূমির মতো শান্ত, অথচ গভীর। রণবীরের পরনে কালো স্যুট, মুখ জুড়ে লম্বা দাড়ি একেবারে নতুন রূপে।


তারা আবুধাবির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের ছোঁয়ায় মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যেন এক নিঃশব্দ আবিষ্কারের যাত্রা। কিন্তু এই মনোমুগ্ধকর দৃশ্যের পর্দা সরতেই, শুরু হয় বিতর্কের ঝড়, বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বলিউডের এই জনপ্রিয় জুটি পড়ে যান প্রবল সমালোচনার মুখে।


নেটিজেনদের একাংশ দীপিকার এই পোশাকে বিজ্ঞাপন করার সিদ্ধান্তকে বেশ কটাক্ষ করেছেন। একজন ক্ষুব্ধ হয়ে লিখেছেন, বয়কট দীপিকা! যারা হিন্দুধর্মের মর্যাদা বোঝে না, তাদের থেকে দূরে থাকুন। আরও একজনের মন্তব্যে ক্ষোভের সুর, উনি দ্বিচারিতা করেন, তবুও মানুষ তার সিনেমাকে হিট করায়! এটা কি আমাদের মূল্যবোধের পরাজয় নয়?


এদিকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দীপিকার সমর্থনে ঝড় তুলেছেন অনুরাগীরা। কেউ বলছেন, অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো মানেই আত্মসমর্পণ নয়, বরং তা আমাদের সংস্কৃতির সৌন্দর্য।


আর একজন মন্তব্য করেছেন, শেখ জায়েদ মসজিদে শালীন পোশাক বাধ্যতামূলক। অনেক খ্রিস্টান সেলেবও মাথা ঢেকে থাকেন। তাই এই বিতর্ক অপ্রয়োজনীয়। আর একজনের দাবি, এই সমালোচনার পিছনে হিংসে কাজ করছে। দীপিকা সফল, তাই তাকে টেনে নামানোর চেষ্টা চলছে


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝