শিরোনাম: |
কক্সবাজারের উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি সরানোর সময় অভিযান চালিয়ে একটি অবৈধ ডাম্প ট্রাক জব্দ করেছে বন বিভাগ। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের চোরাখোলা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ রয়েছে। এর ফলে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
থাইংখালী বিট কর্মকর্তা আরফাত মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার দৃশ্যমান প্রমাণ পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। তবে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় বন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান বলেন, “সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় ধ্বংসের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা কঠোর নজরদারির পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।”
এদিকে স্থানীয় সচেতন মহল পাহাড় কাটার এই প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, প্রশাসনের নিয়মিত তৎপরতা ও কঠোর নজরদারি ছাড়া পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।
প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বন আইন, ১৯২৭ অনুযায়ী সংরক্ষিত বন ও পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, পরিবেশবিরোধী কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অআ