| শিরোনাম: |

মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
গতকাল বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার জেলার চকরিয়া থানার কাকারা বটতলী এলাকায় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করে সংস্থাটি।
সভায় উপস্থিত ছিলেন র্যাব-১৫ এর অধিনায়কসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
মাদকবিরোধী এই সভার মূল লক্ষ্য ছিল সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং সামাজিক পর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। আয়োজিত মাদকবিরোধী সভায় বক্তারা বলেন, মাদক আজ বাংলাদেশের সামাজিক কাঠামো ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। এটি শুধু একজন ব্যক্তির জীবন নয়, বরং পুরো সমাজের স্থিতিশীলতা ও শান্তিকে ধ্বংস করছে।
তারা বলেন, মাদকাসক্তি থেকে সৃষ্ট অপরাধ, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয় রোধে এখনই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তাদের মতে, "মাদকবিরোধী আন্দোলন" শুধু আইন প্রয়োগকারী সংস্থার কাজ নয়" এটি হতে হবে সর্বজনীন সামাজিক উদ্যোগ।
র্যাব-১৫ কর্মকর্তারা জানান, তারা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন এবং সম্প্রতি বেশ কিছু মাদকচক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তবে তাদের মতে, শুধুমাত্র অভিযান বা আইনগত পদক্ষেপ যথেষ্ট নয়। মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ অপরিহার্য। তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় অঙ্গন থেকে যদি মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সমাজে সত্যিকারের পরিবর্তন আসবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও অংশগ্রহণকারীরা র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সভা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তারা অঙ্গীকার করেন, নিজেদের এলাকায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন।
এদিকে, সভা শেষে র্যাব-১৫ এর পক্ষ থেকে উপস্থিত জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট, পোস্টার ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়। এ সময় “মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি” এই স্লোগানে সবাইকে শপথ করানো হয়।
র্যাব জানায়, চকরিয়ায় এ ধরনের সভা আয়োজনের মাধ্যমে তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে চান। তাদের লক্ষ্য, আইনপ্রয়োগকারী সংস্থা ও জনগণের যৌথ উদ্যোগে কক্সবাজারকে একটি মাদকমুক্ত জেলার মডেল হিসেবে গড়ে তোলা।
এফপি/অআ
ফাঁসিয়াখালীখালীতে নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমেদ
চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান
ধর্মপাশায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ
নালিতাবাড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১