শিরোনাম: |
মাদারীপুরের শিবচরে পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, দীর্ঘ সময় ধরে নানান সমস্যা কাটিয়ে অবশেষে গঠিত হলো শিবচর পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রস্তাবিত আহ্বায়ক কমিটি।
গত বুধবার (৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলা বিএনপি'অস্থায়ী কার্যালয় জেলা কমিটি এ প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়।
জেলা বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করা হয়েছে , “২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে গঠন করা হয়েছে” এতে আহ্বায়ক করা হয়েছে শিবচর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা মৃত্যু আব্দুল রশিদ মল্লিকের ছেলে মোঃ আবুল কালাম মল্লিক কে এবং সদস্য সচিব করা হয়েছে শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা সেলিম খানকে।
জেলা বিএনপি দলীয় ভাবে জানায় কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী, নিবেদিতপ্রাণ ও দলীয় কার্যক্রমে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে।
নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে হেমায়েত হোসেন খানকে রেখে যুগ্ম আহ্বায়ক 'শাহাদাত হোসেন শফিক বেপারী, ইমতিয়াজ হোসেন চৌধুরী,মোঃ হাসান আব্দুল্লাহ, ছাইদুজ্জামান নাসিম, মোঃ পান্নু গোমস্তা, মোঃ আব্দুল মান্নান খান, মান্নান হাওলাদার,শাহরিয়ার ফরিদ , এবং আলমগীর হোসেন আলম।
আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোঃ মস্তফা মোল্লা, দেলোয়ার হোসেন গোমস্তা (দিলু), মোঃ আতাহার হাওলাদার, আব্দুর কুদ্দুস মোল্লা, শহীদ মাতুব্বর, মনিরুল হাসান, মেজবাহ গোমস্তা মাসুম, হারুন অর রশীদ, ইব্রাহিম খান, শিউলী ইসলাম ও নিজাম বেপারী।
মাদারীপুর জেলা বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জাফর আলী মিয়া ও সদস্য সচিব জাহান্দর আলী জাহান পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে স্বাক্ষর করেন। তাদের স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। তবে শিবচর পৌরসভার স্থানীয় বিএনপি ও সচেতন মহলের দাবি নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে কয়েকজন আওয়ামী লীগের সমর্থকরা রয়েছে এরা বিগত দিনে আওয়ামী লীগের ছত্র ছায়ায় থেকে নানান সুবিধা ও বিএনপির ত্যাগীদের উপর অত্যাচার নির্যাতন ও করেছে, এমন লোকদের কমিটি রাখা প্রশ্নবিদ্ধ।
অন্য দিকে স্থানীয় নেতৃবৃন্দের মতে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে শিবচর পৌর বিএনপি আবারও নতুন উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে প্রাণ ফিরে পাবে বলে মনে করেন।
এফপি/অআ