Dhaka, Thursday | 21 August 2025
         
English Edition
   
Epaper | Thursday | 21 August 2025 | English
সি ট্রাক বন্ধ হলেও ঝুঁকি নিয়ে চলছে ট্রলার!
‘আমি মরার কারণ হলো পান্না’ চিরকুট লিখে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে ‘থাপ্পর’, নেওয়া হলো হাসপাতালে
ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা
শিরোনাম:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৮ পিএম  (ভিজিটর : ১৭২)
জাকারিয়া তাহের সুমন। ছবি: প্রতিনিধি

জাকারিয়া তাহের সুমন। ছবি: প্রতিনিধি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্যাডে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটির আংশিক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কমিটিতে আহবায়ক হিসেবে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন,  যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মো. আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সদস্য হিসেবে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের নাম ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কুমিল্লা ০৮ বরুড়া উপজেলা জাকারিয়া তাহের সুমন দীর্ঘদিন দলের কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দলের নির্দেশনা মেনে সততা ও নিষ্ঠার সাথে দলীয় শৃঙ্খলা মেনে সকল প্রতিকূল অবস্থা মোকাবিলা করে দলের ও এলাকার নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং বিভিন্ন পরিস্থিতিতেও খোঁজ-খবর রাখেছেন। পাশাপাশি সমাজের অসহায় মানুষকে অর্থনৈতিক ভাবে ও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েও সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।

তিনি বিগত সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে সহযোগিতা করেন। ৫ আগষ্টের পর আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরবর্তী পরিস্থিতিতে নিজ এলাকার (বরুড়া) পরিস্থিতি শান্ত রাখতে এবং নিরীহ কোন মানুষের যেন জানমালের ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়েও দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে পরিস্থিতি শান্ত রাখেন।

জাকারিয়া তাহের (সুমন) এর বাবা মরহুম এ কে এম আবু তাহের ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এ কে এম আবু তাহের ২০০৪ সালে ২৩ সেপ্টেম্বর মৃত্যু বরন করেন।  এ কে এম আবু তাহের মৃত্যুর পর জাকারিয়া তাহের (সুমন) বাবার আসনে ২০০৪ সালের পরবর্তী জাতীয় সংসদ উপ-নির্বাচনে প্রথম বারের মত জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাবার স্বপ্ন পুরন ও আধুনিক বরুড়া গড়তে বরুড়াবাসীর সেবায় কাজ করেন। তিনি কুমিল্লা দ. জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কুমিল্লা জেলার অন্যান্য উপজেলার পাশাপাশি বরুড়া উপজেলার নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব দেখা দিয়েছে।

এফপি/এমআই
বিষয়:  কুমিল্লা   বিএনপি   আহবায়ক কমিটি  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝