Dhaka, Tuesday | 28 October 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 28 October 2025 | English
যাত্রা শুরু করলো বিএসসির ‘বাংলার প্রগতি’
প্রতিষ্ঠানের স্বার্থকে ঊর্ধ্বে রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২০ নভেম্বর, যেভাবে আবেদন করবেন
ডলারের দাম উর্ধ্বমুখী
শিরোনাম:

চাঁদপুরের হোটেলে বিক্রয় প্রতিনিধির রহস্যজনক মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:২৮ এএম  (ভিজিটর : ৩২)

চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেল নিউ রূপসী চাঁদপুর থেকে গ্লোব ফার্মাসিটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি রুবেল হাসান রাফি (২৮)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

রোববার (৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত রুবেলের পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী, ওষুধ কোম্পানির সহকর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

গত ২ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বিপণীবাগ এলাকায় অবস্থিত নিউ রূপসী চাঁদপুর আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষ থেকে রুবেল হাসান রাফির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

নিহত রুবেল হাসান রাফি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আধুরভিটি গ্রামের মৃত হাবুল সর্দারের ছেলে। তিনি গ্লোব ফার্মাসিটিক্যালস লিমিটেডে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের দাবি অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি রুবেল অফিস ট্রেনিংয়ে যোগ দিতে নোয়াখালী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু পরদিনই চাঁদপুর শহরের হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় রুবেলের বড় ভাই বাবু সরদার বাদী হয়ে ৫ ফেব্রুয়ারি চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে নেমে কচুয়া উপজেলা থেকে ইমাম হোসেন শামীম নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

নিহতের বড় ভাই ও মামলার বাদী বাবু সরদার বলেন, আমার ভাই রুবেল আত্মহত্যা করতে পারে না। সে পরিশ্রমী, ভদ্র আর দায়িত্বশীল ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি ঘটনার রহস্য দ্রুত উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

নিহতের মা বুলু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। আমার ছেলেকে আমি আর ফিরে পাব না, কিন্তু যারা আমার ছেলেকে হত্যা করেছে তারা যেন আইনের বিচার থেকে বাঁচতে না পারে এইটাই আমার শেষ চাওয়া।

রুবেলের বড় বোন জাহানারা আক্তার বলেন, ৭মাস হয়ে গেছে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এখনো হত্যাকাণ্ডের সঠিক রহস্য উদঘাটন হয়নি। যেই ছেলেকে গ্রেফতার করা হয়েছে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ সেখানে তিনি স্বীকারোক্তি দিলেও এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশআমরা চাই পুলিশ তার সম্পূর্ণ তদন্ত করুক এবং প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করুক

গ্লোব ফার্মা লিমিটেডের আরএসএম সাহাব উদ্দিন বলেন, রুবেল ছিল আমাদের টিমের পরিশ্রমী ও দায়িত্বশীল একজন সদস্য। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটন হোক, প্রকৃত হত্যাকারীরা যেন আইনের আওতায় আসে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, গ্লোব ফার্মা লিমিটেডের ম্যানেজার সাদ্দাম হাসান, চাঁদপুর জেলা ফারিয়া'র সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেডের প্রতিনিধি মো. উজ্জ্বল প্রমুখ।

বক্তারা বলেন, একজন তরুণ বিক্রয় প্রতিনিধি রুবেল হাসানের এমন মৃত্যুর পেছনে বড় ধরনের রহস্য আছে। প্রশাসন ও তদন্ত সংস্থা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।

স্থানীয়রা জানান, রুবেল ছিলেন বিনয়ী ও পরিশ্রমী তরুণ। তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন 'রুবেল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার' মতলব উত্তরের সর্বস্তরের মানুষের একটাই দাবি।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝