গাজীপুরের টঙ্গীতে ১২ কেজি গাঁজাসহ মিলন হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন টঙ্গী পূর্ব থানার সহকারী উপ পরিদর্শক শহিদুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মিলন হোসেন নওগাঁ জেলার মান্দা থানার ১২নং কাশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের এছের আলীর ছেলে।
পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্টে দ্বায়িত্ব পালন কালে টঙ্গী বাজার এলাকার নার্সারি গলির মূখ থেকে গাঁজাসহ মাদক কারবারি মিলনকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/অআ