আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৃতীয়বারের মতো রাস্তার উপর দেয়াল নির্মাণ করেছেন এক সৌদি প্রবাসী। এর ফলে বরিশালের গৌরনদী পৌরসভার তিখাসার মহল্লার অন্তত ২০টি পরিবার পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভাড়াটে শ্রমিক দিয়ে এই দেয়াল নির্মাণ করেন প্রবাসী কামাল সরদার। ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নির্দেশ এবং প্রশাসনের হস্তক্ষেপ থাকা সত্ত্বেও আইনকে উপেক্ষা করে এ কাজ করা হয়েছে।
নুরুজ্জামান খান নামের এক ভুক্তভোগী বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কামাল সরদার ভাড়াটে লোকজন এনে রাস্তায় দেয়াল তুলেছেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা ঘটনাস্থলে আসেননি।
আদালত সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৭ সেপ্টেম্বর ওই সম্পত্তির ওপর ১৪৪ ও ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়। একইদিন গৌরনদী মডেল থানার এসআই মো. আমির হোসেন বিবাদীর উপস্থিতিতেই আদালতের আদেশ কার্যকর করেন। আগামী ১৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
স্থানীয়রা জানান, পাইকবাড়ি এলাকার প্রায় ২০টি পরিবারের দীর্ঘদিনের একমাত্র যাতায়াতের পথ এটি। তারা নিজেদের অর্থে একাধিকবার রাস্তাটি সংস্কারও করেছেন। সম্প্রতি পৌরসভা রাস্তা সংস্কারের উদ্যোগ নিলে কামাল সরদার বাঁধা দেন। এর আগে তিনি দুই দফায় দেয়াল তুলেছিলেন। দ্বিতীয়বার দেয়াল নির্মাণের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে দেয়াল ভেঙে পথ উন্মুক্ত রাখার নির্দেশ দেন।
কিন্তু তৃতীয়বার আদালতের নির্দেশ উপেক্ষা করে ফের দেয়াল নির্মাণ করায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। অবরুদ্ধ হয়ে পড়া পরিবারগুলো দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এফপি/অআ