বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজার থেকে মিয়ানমারে পাচারের সময় ১৭ লাখ টাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিপুল পরিমাণ ওষুধসহ পিকআপ গাড়ি ও চালকসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহসুজা সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে এ অভিযান চালানো হয়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মুনির এ প্রতিবেদককে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ জব্দ করে। এ সময় পাচারের মূল হোতা মো. সালামতউল্লাহ (৩৫), তারিকুল ইসলাম ও মো. রিয়াজুল্লাহ (৩৬) কে আটক করা হয়। পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।”
অভিযানে ১১ বিজিবির জোয়ানরা ও ডিজিএফআই (গোয়েন্দা সংস্থা) সদস্যরা অংশ নেন।
শাহজাহান মুনির আরও বলেন, “চোরাকারবারের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ওষুধ, চিনি, সিগারেটসহ বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচারের অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমে বেশ কিছু বড় চালান আটক করেছে।
এফপি/অআ