বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে স্মার্ট গ্রুপের একটি রাবার বাগানে কাজ করতে গিয়ে আলী আকবর (৬৫) নামের এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাইশারী ১২ নম্বর রাবার বাগান সংলগ্ন স্মার্ট গ্রুপের বাগানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আবু তাহের ও আমানুল হক জানান, প্রতিদিনের মতো আলী আকবর আজও বাগানে জঙ্গল পরিষ্কার করতে এসেছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আবদু শুক্কুর জানান, গতকালও বাবা কিছুটা অসুস্থ ছিলেন। তবুও দূর থেকে হেঁটে এসে কাজে যোগ দেন। কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও স্মার্ট গ্রুপের পরিচালক আব্দুল করিম বান্ডু বলেন, আলী আকবর প্রতিদিনের মতো কাজে এসেছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে তিনি মারা যান।
এদিকে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে তিনি অসুস্থ অবস্থাতেই দূর থেকে হেঁটে কাজে এসেছিলেন। পরে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আলী আকবর কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্যপাড়া চাইঙ্গা বাজার এলাকার বাসিন্দা।
এফপি/রাজ