Dhaka, Thursday | 2 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 2 October 2025 | English
বৃষ্টি, বই আর এক কাপ কফি—আজ আন্তর্জাতিক কফি দিবস
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ইলিশ চুরির অভিযোগ, হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতন
শিরোনাম:

দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা, যুবক আটক

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ পিএম  (ভিজিটর : ১০২)

বরিশালের গৌরনদীতে ভরা বাজারে ব্যবসায়ীর কোমরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আরিফ মিয়া (৩১) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আশোকাঠি কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত আরিফ মিয়া ঢাকার উত্তরখান থানার চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে এবং আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশোকাঠি বাজারের কনফেকশনারি ও বিকাশ ব্যবসায়ী জুয়েল সরদারের দোকানে প্রবেশ করে এক যুবক। সে একটি বিকাশ নম্বরে ১০ হাজার ২০০ টাকা পাঠাতে বলে। দোকানদার নগদ টাকা চাইলে যুবকটি হঠাৎ তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে কোমরে ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে বলে,‘৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।’ মুহূর্তের মধ্যেই ব্যবসায়ী চিৎকার শুরু করলে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও জনতা ছুটে এসে ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার জানান, ‘আমি কিছু বুঝে ওঠার আগেই সে কোমরে পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। আমি চিৎকার করায় বাজারের সবাই ছুটে এসে আমাকে রক্ষা করেন।’

বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩ জন নৈশ্যপ্রহরী থাকা সত্ত্বেও আমরা দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির আতঙ্কে আছি। এখন দিনের বেলায় যদি এভাবে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি হয় তাহলে ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়?’

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি অস্ত্র সদৃশ পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝