Dhaka, Tuesday | 14 October 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 14 October 2025 | English
জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
চট্টগ্রামে সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
‘নির্বাচনে দায়িত্ব পালন করবেন জেন-জি প্রজন্মের আনসার সদস্যরা’
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর
শিরোনাম:

নলডাঙ্গায় মাদ্রাসার সহায়তা আদায় করতে গিয়ে, মাথার চুল কেটে, তিন খাদেমকে গণপিটুনি!

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৮ এএম আপডেট: ২৮.০৯.২০২৫ ১১:০৩ এএম  (ভিজিটর : ৪৩)

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে সাহায্য তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ৩ জন। শনিবার( ২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার হলেন,পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন(৩০) একই গ্রামের মৃত হামজা প্রামানিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন(২৩)।

এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ এবং ৫০০০ টাকা জব্দ করে এলাকাবাসী।

এলাকাবাসী জানায় গণপিটুনির শিকার ব্যক্তিরা সিংড়া চলন বিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দিয়ে দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিল। কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে একটি দোকানের মধ্যে আটকে রাখে। পরে তাদের মাথার চুল কেটে ও মারধর করে। তাদের কাছে থাকা অনুমানিক ৫ হাজার টাকা এবং হাতে থাকা ঘড়ি নিয়ে নেয়।

পরবর্তীতে নলডাঙ্গা থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গণপিটুনির শিকার তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গণপিটুনির শিকার ওই তিনজন মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ওই তিন ব্যক্তি মূলত বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসার হয়ে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করেন এবং সেখান থেকে কিছু টাকা কমিশন হিসেবে তারা পান।
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝