র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মাস্টার (৪৫) গ্রেফতার হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে শেরপুর সদর উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সিরাজ মাস্টার শেরপুর সদর থানার মামলা নং-৪০, তারিখ ২৪/০২/২৫ খ্রি:, জিআর নং-১০৪/২৫, ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত আসামী। তিনি শেরপুর সদর উপজেলার পশ্চিম দরিপাড়া গ্রামের মো. উদ্দীন মণ্ডলের ছেলে।
র্যাব-১৪ নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ মামলার আসামী গ্রেফতার, জিম্মি ও ভিকটিম উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী ও দুর্ধর্ষ সন্ত্রাসীদের আটক করে আসছে। একইসাথে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি কার্যক্রমও জোরদার রয়েছে।
এদিকে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/অআ