নেত্রকোনায় তাঈম তালুকদার তনয় (১৭) নামে এক কলেজ ছাত্রকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের কুরপাড় এলাকায় উপস্থিত আবু আব্বাস কলেজের সামনে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে জখম করেছে।
পরে রক্তাক্ত অবস্থায় তনয়কে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এরেই প্রতিবাদে বুধবার (২৪ সেপ্টেম্বর) আবু আব্বাস কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এসময় উক্ত মানববন্ধনে বক্তারা, তনয়ের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
জানা যায়, তনয় আবু আব্বাস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তনয় বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের ছেলে। সে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় থেকে পড়াশোনা করে।
এসময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,আবু আব্বাস কলেজের শিক্ষার্থীরা, এলাকাবাসী ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ প্রমুখ।
এফপি/অআ