নোয়াখালী হাতিয়ায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামীলীগের দলীয় কর্মীদের সংগঠিত করার চেষ্টাকালে রবিয়ল নামে এক নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আটক রবিয়লকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে তাকে শনিবার রাতে উপজেলার প্রধান সড়কের লক্ষিদিয়া এমপির পোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রবিয়ল হোসেন পৌরসভা ১ নং ওয়ার্ডের মৃত রেজাউল হকের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, রবিয়ল দীর্ঘদিন ধরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এমপির পোল এলাকায় আওয়ামীলীগের লোকজনদের গোপনে জড়ো করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজুল আবেদীনের নেতৃত্বে পুলিশ একটি টিম বিশেষ এক অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয়রা জানায়, সে আ'লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অস্ত্র সরবাহের কাজে ও অর্থের যোগানদাতা হিসেবে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে। বিগত স্বৈরাচারের আমলে এলাকায় মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে মিমাংসার নামে শালিশের নাটক করাই ছিল তার পেশা।
এ বিষয়ে হাতিয়া থান অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃত রবিয়লকে সন্ত্রাস বিরোধী আইনে কোর্টে প্রেরণ করা হয়েছে। কোর্টে তার বিরুদ্ধে ৭দিনের রিমান্ড আবেদন করা হবে।
এফপি/অআ