Dhaka, Friday | 19 September 2025
         
English Edition
   
Epaper | Friday | 19 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

শেরপুরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি, মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত

প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৫ এএম  (ভিজিটর : ১০)

গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে মহারশি নদীর রামেরকুড়া ও খৈলকুড়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমি ও ঘরবাড়ির পাশাপাশি সদর বাজারের প্রধান সড়ক ও বাজারের দোকানপাট প্লাবিত হয়েছে। একই সঙ্গে ডুবে গেছে বহু মাছের প্রকল্প। আকস্মিক এ বন্যায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, বন্যা মোকাবিলায় সবধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝