সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে আসামীবিহীন ৩০হাজার আমেরিকান ডলার উদ্ধার হয়েছে। ১৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল আসামীবিহীন ৩০হাজার আমেরিকান ডলার (যা বাংলাদেশী মুদ্রায় ৩৬ লক্ষ ৩৭ হাজার দুইশত টাকা) আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি-এর মধ্যবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ২৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক স্থান দিয়ে আমেরিকান ডলার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।
এমন সংবাদের পর একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক টহল দল তেতুলতলা নামক স্থান দিয়ে সীমান্তের দিকে গমনকালে বর্ণিত স্থান হতে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ধাওয়া করলে তার হাতে বহনকারী ১টি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের মধ্যে হতে (১০০ ডলারের ৩টি বান্ডিল) ৩০হাজার আমেরিকান ডলার উদ্ধার করে যা বাংলাদেশী মুদ্রায় ৩৬ লক্ষ ৩৭ হাজার দুইশত টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফপি/অআ