আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ১৩ উপজেলার ২১০৭ জন কাউন্সিলর তালিকা প্রস্তুতি ও প্রকাশের মাধ্যমে নিরপেক্ষ ভোট গ্রহণের দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদেরকে সংবাদ সম্মেলনের সার্বিক বিষয় অবহিত করার জন্য সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা কিশোরগঞ্জ রথখোলাস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপি গঠিত নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়।
জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান তাঁদের লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় সহকারী নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, এ্যাডভোকেট শরীফুল ইসলাম, এ্যাডভোকেট মনসুর আলম,এ এস এম আজিজুর রহমান ভূইয়া, ডাঃ মোঃ ইমরান হাসান রকি,মোকাররম হোসেন শোকরানা।
এসময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও জমাদান, বাছাই, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থীতা প্রত্যাহার, চুরান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতীক বরাদ্দ, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ ইত্যাদির বিস্তারিত সাংবাদিকদের অবহিত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় সহকারী নির্বাচন কমিশন এ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বলেন, আশপাশ জেলার খোজ খবর নিয়ে তাদের সাথে সামঞ্জস্য রেখে সভাপতি পদে ৫০ হাজার এবং সাধারণ সম্পাদক পদে ৩০ হাজার টাকা মনোনয়ন ফরম ফি নির্ধারণ করা হয়েছে।
পরিশেষে সংবাদ সম্মেলনে উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করেন।
এফপি/এমআই