Dhaka, Wednesday | 17 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

কুলাউড়ায় টিলাগাঁও রেলস্টেশন চালুসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫২ পিএম  (ভিজিটর : ১৩৯)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৃটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ টিলাগাঁও রেলস্টেশন চালুসহ সিলেটবাসীর ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টিলাগাঁও রেলস্টেশন প্রাঙ্গণে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলাগাঁও ও ৮ দফা দাবি বাস্তবায়ন পরিষদ কুলাউড়ার যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে কঠোর হুঁশিয়ারী দিয়ে নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিন থেকে কুলাউড়ায় বেশ কয়েকটি রেলস্টেশন বন্ধ রয়েছে। তন্মধ্যে প্রাচীনতম টিলাগাঁও রেলস্টেশন অন্যতম। এলাকার জনদূর্ভোগ লাগবে টিলাগাঁও স্টেশন অচিরেই চালু করতে হবে। আমাদের এলাকার সর্বস্তরের মানুষের দাবি মানতে হবে-স্টেশন চালু করতে হবে।

টিলাগাঁও সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আল আমিনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের আহবায়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্বাস আলী, সহ-সভাপতি গোলাম শাহ এমরান চিশতি, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ছয়ফুল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, টিলাগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আজিজ বেগ, কয়ছর রশীদ, সাবেক ইউপি সদস্য দেওয়ান মো. চান্দ আলী, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আব্দুল ওদুদ চৌধুরী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান জাহাঙ্গীর, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি সৈয়দ এমরান আলী, ইউনিয়ন বিএনপির সদস্য আতিকুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, আনিছুর রহমান লকুছ, উপজেলা আল ইসলাহ'র যুগ্ম সম্পাদক মাওলানা এম এ শহীদ, ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন, টিলাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী, সমাজসেবক মাওলানা হারুন অর রশীদ, আতাউর রহমান মনাফ, সৈয়দ আব্দুল মতিন, লালপুর নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য আতিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন টিলাগাঁও ইউনিয়ন আল ইসলাহর প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন।

বক্তারা বলেন, সিলেট বিভাগে দীর্ঘদিন ধরে রেল যোগাযোগে বৈষম্যের শিকার। ব্রিটিশ আমলে রেল যোগাযোগ গড়ে উঠলেও বর্তমানে এ অঞ্চলের ট্রেনগুলোর ইঞ্জিন ও বগির অবস্থা খুবই নাজুক। পথে পথে প্রায়ই ইঞ্জিন নষ্ট হয়, বেশ কিছু স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। দুই জোড়া স্পেশাল ট্রেন চালুসহ সিলেটবাসীর ৮ দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। সিলেটবাসীর এই গণদাবী না মানলে ২৫ অক্টোবর থেকে সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ করা হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। সড়ক পথ উন্নয়নের নামে রেলপথ অচল করে রাখা হয়েছে। রেলপথ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুণ নয়তো কড়া মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আট দফা দাবি হলো, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু, সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা, সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু, সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু, কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত এক্সপ্রসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রা বিরতি বন্ধ, সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন, যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন।  

উল্লেখ্য, সিলেটবাসীর প্রতি রেলওয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে গত ৩০ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনের প্লাটফর্মে প্রতিবাদ সমাবেশ করে আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া। এর আগে একই দাবিতে গত ৯ আগস্ট কুলাউড়া রেলওয়ে স্টেশনে মানববন্ধন, ১১ আগস্ট রেল উপদেষ্টা, রেলসচিবসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর ১৬ আগস্ট সিলেট রেলস্টেশনে, ২৩ আগস্ট শ্রীমঙ্গল স্টেশনে, ৮ সেপ্টেম্বর ভাটেরা রেলস্টেশনে এবং সর্বশেষ টিলাগাঁও রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচি করা হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝