Dhaka, Tuesday | 16 September 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 16 September 2025 | English
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
দেশীয় বাজারে নতুন পারফিউম—‘আফিফা’ নিয়ে এলেন মেহেদী হাসান বাপ্পি
শিরোনাম:

ভুয়া উত্তরাধিকার সাজিয়ে গারো নারীর জমি লিখে নিয়ে মামলায় হয়রানি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম  (ভিজিটর : ৯৬)

শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত গারো আদিবাসী নারীর ভুয়া উত্তরাধিকার সাজিয়ে জমি লিখে নিয়ে এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ ওঠেছে। এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের মেষকুড়া গ্রামের বাড়িতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগীর সহোদর বোন বিথিলা চাম্বুগং।

ওই সংবাদ সম্মেলেনে তিনি বলেন, আমি একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত নারী। আমার সহোদর বোন বন্দনা চাম্বুগং একজন নারী নেত্রী। বর্তমানে উপজেলার ডালুকোনা গ্রামের মাইন উদ্দিন, আব্দুল খালেক, আব্দুস সালাম ও জীবিতা মারাক পরস্পর যোগসাজশে মিথ্যা মামলায় দিয়ে হয়রানি, বন্দনার নামে নামখারিজসহ জমির প্রকৃত বৈধতা থাকা সত্বেও ভুয়া উত্তরাধিকার বানিয়ে ৪ একর ৯২ শতাংশ লিখে নিয়ে বেহাত করতে নানা অপকৌশল ও রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে হয়রানির হুমকিসহ নানাভাবে নাজেহাল করছেন।

উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের বাসিন্দা মৃত মিজাজ মারাকের ৪ একর ৯২ শতাংশ জমি বিআরএস রেকর্ড অনুযায়ী ৩ নং খতিয়ানে খ তফসিলভুক্ত হয়। যা পরবর্তীতে সংশ্লিষ্ট একাধিক জায়গা থেকে প্রাপ্ত উত্তরাধিকার সনদ অনুযায়ী অবমুক্ত আইনে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি মিজাজ মারাক এর নাতির ঘরের পুতি বন্দনা চাম্বুগং এর নামে ওই জমির খারিজ সম্পন্ন হয়। মোট ৪ একর ৯২ শতাংশ জমির মধ্যে ৬৫ শতাংশ জমি ১৯৮২ সালে খুকুমনি সাংমাকে মৃত মিজাজ মারাকের কন্যা দেখিয়ে তার কাছ থেকে কিনে নেন জালাল উদ্দিন।

১৯৯৪ সালে মাইন উদ্দিন ও তার পিতা আব্দুল খালেক একই খতিয়ানভুক্ত জমিতে মিলি মারাককে নাতি হিসেবে উত্তরাধিকারী বানিয়ে তার কাছ থেকে এক একর ৮৫ শতাংশ জমি কিনে নেন। ২০২২ সালের ২৫ জানুয়ারি ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউ) এর নালিতাবাড়ী শাখার চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেক প্রদত্ত উত্তরাধিকার সনদে মিজাজ মারাক এর উত্তরাধিকারী দেখানো হয় পুতি বন্দনা চাম্বুগংকে। ২০২৩ সালের ১৮ জুন প্রদত্ত সনদ অনুযায়ী শৈক্যমনি মারাকের উত্তরাধিকারী দেখানো হয় পুতি জীবিতা মারাককে।

২০২৪ সালের ৩১ মে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক মি. লুইস নেংমিনজা প্রদত্ত উত্তরাধিকার সনদে দেখা যায়, মিজাজ মারাকের উত্তরাধিকারী হয়েছেন বন্দনা চাম্বুগং। অন্যদিকে, শৈক্যমনি মারাকের উত্তরাধিকারী হয়েছেন জীবিতা মারাক।

একইভাবে ২০২৪ সালের ১০ জুন ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন প্রদত্ত উত্তরাধিকার সনদে বন্দনা চাম্বুগংকে মিজাজ মারাকের উত্তরাধিকারী এবং জীবিতা মারাককে শৈক্যমনি মারাকের উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের ২৮ আগস্ট জীবিতা মারাক নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে এসএ ২৭নং খতিয়ানে উল্লেখিত জমির মালিক মিজাজ মারাক তার মায়ের নানী নন এবং তার মা লিমি মারাক ওই জমির উত্তরাধিকারী নন বলে ঘোষণা করেন। এমনকি ওই খতিয়ানে উল্লেখিত ৪ একর ৯২ শতাংশ জমিতে তাদের কোন ভোগদখল নেই বলেও ঘোষণা দেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর চলতি (২০২৫ সালের) বছরের ৬ ফেব্রুয়ারি পুনরায় আরও একটি এফিডেভিট করেন জীবিতা মারাক। এই এফিডেভিটে আগের এফিডেভিট অস্বীকার করে নিজেকে উত্তরাধিকার দাবী করেন।

সম্প্রতি বন্দনার বিরুদ্ধে টাকা আত্মসাতের একটি মামলা দিয়ে জীবিতা মারাক পুলিশ দিয়ে গ্রেপ্তার করায় বন্দনাকে। তিনি অভিযোগ করে বলেন, ভুয়া ঘটনা সাজিয়ে বন্দনার বিরুদ্ধে ওই মামলা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা ও জমি আত্মসাতের মতো হয়রানির হাত থেকে রেহাই পাবার প্রত্যাশা করেন বন্দনার বোন বিথিলা চাম্বুগং।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝