বরিশালের গৌরনদী উপজেলার তিকাসার গ্রামে প্রায় ২০টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে দেয়াল তোলা হয়েছে। এতে দীর্ঘদিনের চলাচলের পথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, পাইকবাড়ি সংলগ্ন এই রাস্তাটি দিয়ে তারা দুই যুগ ধরে চলাফেরা করছেন। নিজেদের অর্থায়নে একাধিকবার মেরামতও করেছেন। সম্প্রতি পৌরসভা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিলে প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা বাঁধা দেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন রাস্তাটি উন্মুক্ত রাখার নির্দেশ দিলেও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কামাল সরদার শ্রমিক নিয়ে দেয়াল নির্মাণ শুরু করেন। এ সময় স্থানীয়দের ওপর হামলা ও মামলার হুমকির অভিযোগ উঠেছে।
প্রবাসী কামাল সরদার অবশ্য দাবি করেন, তিনি তাঁর “নিজস্ব জমিতে দেয়াল তুলেছেন এবং ভাড়াটে লোকজন দিয়ে হুমকির অভিযোগ ভিত্তিহীন।”
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, কয়েক দিন আগে প্রবাসীর পরিবারকে রাস্তা বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ পরিস্থিতি তাঁর জানা নেই।
প্রায় ২০টি পরিবার চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে। দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়
এফপি/রাজ