Dhaka, Tuesday | 4 November 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 4 November 2025 | English
বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন
আজকের স্বর্ণের দাম
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
নভেম্বর মাস থেকে একাধিক শৈত্যপ্রবাহের আভাস
শিরোনাম:

মহেশখালীতে ডাকাতের গুলিতে ৩ পুলিশ সদস্য আহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৮ পিএম  (ভিজিটর : ৬৯)

কক্সবাজারের মহেশখালীতে গভীর রাতে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন এএসআই মোঃ সেলিম (৩৬), কনেসট্রবল সোহল (৪৪) ও মোঃ মাসুদ (৩৬)। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

১০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সেতুর পূর্ব পাশে ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়- মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে থেকে প্রতিনিয়ত চোরাই মালামাল বের হয়। একদল চোরাকারবারি ও ডাকাতদল মালামাল নিয়ে বের হওয়া গাড়ি আটকিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি,ছিনতাই ও ডাকাতি করে আসছে। গতরাতেও তারা প্রকল্পের মালামাল বহনকারী গাড়ি ডাকাতির প্রস্তুতি নিয়ে ১০-১৫ জন্য ডাকাত সংঘবদ্ধ হয়। বিষয়টি খবর পেয়ে রাতে পুলিশের টহল টিম আফজলিয়া পাড়া থেকে মাতারবাড়ির কেহেলিয়া ব্রিজের পূর্ব পাশে ডাকাতদের দেখতে পেলে ধাওয়া দেন। এসময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে পালিয়ে যায়।  

 পুলিশ সূত্রে জানা গেছে, একদল অপরাধী ওই এলাকায় বসে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে  পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ৩ জন্য পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে। গুলিবিদ্ধ অবস্থায় আহত পুলিশ সদস্যদের দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই আমরা অতিরিক্ত পুলিশ নিয়ে উক্ত এলাকায় যায় এবং এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝