Dhaka, Monday | 8 September 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 September 2025 | English
নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম
আ.লীগ নেতার পক্ষে নির্বাচনী প্রচারণা, স্কুলশিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
এশিয়ার খেলাপি ঋণের শীর্ষে বাংলাদেশ, ব্যাংক খাত গভীর সংকটে
শিরোনাম:

মোহনগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১১৪ শিক্ষার্থীকে নাগরিক সংবর্ধনা

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ এএম  (ভিজিটর : ৪৭)

সামাজিক সম্প্রীতি ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। অসত্য, অন্যায় ও অনৈতিকতার বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়ে একজন সুশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের গৌরবময় ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে হবে।’


২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোহনগঞ্জ উপজেলার ১১৪ জন কৃতি শিক্ষার্থীকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল কাম অডিটোরিয়ামে ভাটি বাংলা নাগরিক ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও ঔষধি গাছের চারা তুলে দেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রেসিডেন্ট, ট্যাকসেস আপীলেট ট্রাইবুনাল ও কর কমিশনার (এনবিআর) কাজী ইমদাদুল হক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান (ভিপি জাহাঙ্গীর), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল এবং মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, সংবর্ধনা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম চন্দন, সদস্য সচিব আশিক হাসান রুমন, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি কাজী ইমদাদুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সামাজিক সম্প্রীতি ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। অসত্য, অন্যায় ও অনৈতিকতার বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়ে একজন সুশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের গৌরবময় ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে হবে।’

এফপি/আরআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝