Dhaka, Monday | 8 September 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 September 2025 | English
নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম
আ.লীগ নেতার পক্ষে নির্বাচনী প্রচারণা, স্কুলশিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
এশিয়ার খেলাপি ঋণের শীর্ষে বাংলাদেশ, ব্যাংক খাত গভীর সংকটে
শিরোনাম:

বাংলাদেশে নতুন রাজনীতির স্বপ্ন দেখছেন শামা ওবায়েদ

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৪ এএম  (ভিজিটর : ৪৬)

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম-খুন হবে না। মিথ্যা মামলায় কাউকে কারাগারে যেতে হবে না। আর কোনো নারী নির্যাতনের শিকার হবে না। আমরা চাই একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত।”

তিনি আরও বলেন, এই নতুন দিগন্তের সূচনা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের স্বার্থেই দরকার একটি স্বচ্ছ সংসদ, যেখানে এমপিরা জনগণের চাওয়া-পাওয়া ও উন্নয়নের জন্য কাজ করবে, বিদেশি স্বার্থে নয়।

শামা ওবায়েদ আরো বলেন, বাংলাদেশে নির্বাচন ঠেকাতে এখনো ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করার নানা চেষ্টা অব্যাহত রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে শেষ হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে শামা ওবায়েদ বলেন, এখানে শত শত মানুষ আছেন যারা শহীদ জিয়াউর রহমানকে দেখেননি বা খালেদা জিয়াকে চেনেন না। তাদেরকে প্রকৃত ইতিহাস জানতে হবে। গত ১৭ বছরে ইতিহাস বিকৃত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র ও নবজাগরণের দিন।

তিনি বলেন, বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা বিএনপির সময়েই হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা কর্মসূচি। এর মধ্যে রয়েছে- ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবকের কর্মসংস্থান,শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ মৌলিক চাহিদার নিশ্চয়তা,জনগণের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহীন মাতুব্বর, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, মুরাদুর রহমান মুরাদ, যুবদল নেতা মিরান হুসাইন প্রমুখ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝