খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় নতুন বাজার সংগঠনের কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবি'র উদ্যোগে এ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বনবিবি'র যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু।
এছাড়া আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ, লিনজা আক্তার মিথিলা, মরিয়ম খাতুন, জান্নাতুল ফেরদৌস জহুরা, তৃষা বিশ্বাস, পরিবেশকর্মী শাহিনুর রহমান, গণেশ দাশ, গাজী আলম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একসময় শকুন ছিল গ্রামবাংলার অতি পরিচিত পাখি। গবাদি পশুর মৃতদেহ বা পচা-গলা প্রাণী খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখত তারা। প্রকৃতিকে পরিছন্ন রাখতে শকুনের ভূমিকা অপরিসীম। কিন্তু বর্তমানে এই মহাবিপন্ন প্রজাতি বিলুপ্তির দ্বারপ্রান্তে। তাই শকুন সংরক্ষণে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি।
বক্তারা আরও বলেন, সুস্থ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শকুনকে বাঁচাতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করতে পারলেই শকুন সংরক্ষণ কার্যক্রম সফল হবে।
এফপি/রাজ