Dhaka, Saturday | 13 September 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 September 2025 | English
ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
নাশকতা মামলায় আদমদীঘিতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
নেছারাবাদে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি জিনের আছর
শিরোনাম:

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম  (ভিজিটর : ৪৮)

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী পালন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে এ শোভাযাত্রাটি বের করা হয়।

এদিন মঙ্গলবার দুপুরের পর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতা কর্মী সমর্থকেরা শহরের সরকারী নলডাঙ্গা ভূষন স্কুল মাঠে জড়ো হতে থাকে। বিকাল ৪টার পর বৃষ্টি উপেক্ষা করে তারা বাদ্যযন্ত্র ও রং বে রংয়ের ব্যানার ফেষ্টুন নিয়ে নেতাকর্মী সমর্থকের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়।

এর আগে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নলডাঙ্গা ভূষন স্কুল সড়কে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় তিনি বলেন, পলাতক ডাইনি ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দোসররা মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তাদের দোসররা আগামী সংসদ নির্বাচন ভন্ডুল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল অপচেষ্টা রুখে দিতে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের সজাগ থাকার আহব্বান জানান।

তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সৈনিকদেরকে সর্বদা রাজপথ ও মাঠে ময়দানে প্রস্তুত থাকতে হবে। কোন অপশক্তিই আগামী সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।  

উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ছাত্রদলের সাবেক সভাপতি লুৎফর রহমান লেন্টু, পৌর বিএনপির যুগ্ন-আহব্বায়ক জবেদ আলী, ওহেদ লস্কর, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেন, সেচ্ছাসেবক দলের তোফায়েল হোসেন তপন, উপজেলা কৃষকদলের আহবায়ক মোকছুদুল মোমিন, সদস্য সচিব প্রভাষক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহব্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, ছাত্রদলের আহব্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর আহব্বায়ক জুয়েল রানাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দগণ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝