দীর্ঘ ১১ বছর পরে পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে দ্বি বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
কাউন্সিলের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
সভায় জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, সদস্য ইসলাম কিসমত, হাসানুল কবির লিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পার করেছে। সদর উপজেলার দ্বিবার্ষিক কাউন্সিলে যোগ্য ত্যাগ নেতাদের মূল্যায়ন করতে হবে। ভোট দিয়ে যোগ্য ত্যাগী নেতাদের বিজয়ী করতে হবে। অতি দ্রুত সুস্থ একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের প্রচারণা করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পরে পিরোজপুর সদর উপজেলার দ্বি বার্ষিক কাউন্সিলে ৪৫৭ জন ভোটার তিনটি পদে ৮ জন প্রার্থীকে ভোট দিয়ে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন।
এফপি/রাজ