বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের টাউন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন উত্তর জেলা আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা আহ্বায়ক জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, কাজী রানা, একেএম মাহাবুবুল আলম, লিটন আকন্দ, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অধ্যাপক শেখ আমজাদ আলীর নেতৃত্বে বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় ৫০০ নেতাকর্মী অংশ নেন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।
সমাবেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন।
এফপি/রাজ