বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং বা হ্যাক হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাত ৮টায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নির্বাহী অফিসার এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সার্বজনিন নোটিশের মাধ্যমে উপজেলার সর্বসাধারণকে অবহিত করেছেন, উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং বা হ্যাক হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ করেন এই সকল নাম্বার হতে বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে ফোন করছে। তিনি সকলকে অনুরোধ করে বিশেষভাবে সর্তক করেন, কারো সাথে কোন ধরনের অর্থনৈতিক লেনদেন না করার জন্য।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসারের ভাষ্য, সম্প্রতি একটি অসাধু চক্র উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন ক্লোনিং/হ্যাক করে বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে ফোন করছে। কারো সাথে কোন ধরণের অর্থনৈতিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।
এফপি/রাজ