সাতক্ষীরার তালার শ্রীমন্তকাটি গ্রামে খাদ্যের বিষক্রিয়ায় বিলায়েত হোসেন গাজী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়েছে একই পরিবারের শিশু ও নারীসহ আরও ৬ জন।
শ্রীমন্তকাটি গ্রামের হাসানুর রহমান জানান, একই গ্রামের ওসমান শেখের ছেলে সিরাজুল ইসলাম গ্রামের একাধিক নারীকে উত্ত্যাক্ত করা সহ অনেকের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তাদের সংসার ভেঙ্গেছে। এই সিরাজুল বিগত ১ বছর ধরে বিলায়েত গাজীর পুত্র জাহাঙ্গীর হোসেন এর স্ত্রীকে উত্ত্যাক্ত করা সহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে ওই নারী রাজি না হওয়ায় সিরাজুল ইসলাম নানাভাবে হুমকি দেয় এবং পরিকল্পিতভাবে বিলায়েত গাজীর ভাতের হাড়িতে বিষ প্রয়োগ করে। বিষ মিশ্রিত ওই ভাত খেয়ে বিলায়েত গাজী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিলায়েত গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী জানান, সিরাজুল শেখ দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে উত্ত্যাক্ত করা সহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে তার স্ত্রী রাজি না হওয়ায় সম্প্রতি সে তার স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে চিঠি দেয়। বিষয়টি জানাজানি হবার পর থেকে সিরাজুল শেখ আমাদের পরিবারের সকলকে মেরে ফেলবে বলে দফায় দফায় আমাকে ও আমার স্ত্রীকে হুমকি দেয়।
জাহাঙ্গীর গাজী আরও বলেন, গত শনিবার দুপুরের দিকে জাহাঙ্গীর কৌশলে আমাদের রান্না করা ভাতের হাড়িতে বিষ মিশিয়ে দেয়। রাত সাড়ে ৯টার দিকে সেই ভাত খাবার পর আমি সহ একে একে আমার বৃদ্ধ পিতা বিলায়েত গাজী (৭০), মা ছবিরন বিবি (৫৫), আমার স্ত্রী রুনা বেগম (২৭) ও শিশু ছেলে সামিউল গাজী (৫), আমার ছোট ভাই দিদারুল ইসলাম’র স্ত্রী ফারজানা বেগম (২৩) ও তার ছেলে রেহান বাবু (৩) অসুস্থ্য হয়ে পড়ি।
বিষয়টি জানার পর প্রতিবেশিরা এগিয়ে এসে ওই রাতে আমাদের ৭ জনকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করান। রোববার দুপুরে পিতা বিলায়েত গাজীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে বিলায়েত গাজী মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আরেফিন জানান, এ ঘটনায় তালা থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এফপি/রাজ